ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৯ জাতীয় ভাবে পালন করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট।

দিবসটি জাতীয় পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, প্রভাত ফেরী, ব্রি শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল এর মধ্যে দিয়ে পালিত হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রির মহাপরিচালক ড. মো: শাহজাহান কবীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ও পরিচালক (গবেষণা) ড. তমাল লতা আদিত্য।

দিবসটি উপলক্ষে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে অংশ নেন ব্রি’তে কর্মরতরা। ছবিগুলো তুলেছেন, ব্রি’র ফটোগ্রাফার মাসুম রানা।