সিকৃবি প্রতিনিধি, এগ্রিকেয়ার২৪.কম: দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) পালিত হয়েছে ৪৭তম মহান বিজয় দিবস।

এ উপলক্ষে রোববার সূর্যোদয়ের সাথে সাথেই বিশ্ববিদ্যালয়ের সকল অফিস ও আবাসিক হলগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এরপর সকাল ৮টা ৩০মিনিটে এক বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের করে বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন  কমিটি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদারের নেতৃত্বে শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।

সকাল ৯টার দিকে জাতীয় দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার। পরে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, স্বেচ্ছাসেবী সংগঠন।

বিজয় দিবস উপলক্ষে লুব্ধক থিয়াটারের নাটক ‘ক্ষ্যাপা পাগলার প্যাচাল মঞ্চস্থ হয় সন্ধ্যা ৫ টা ৩০ মিনিটে।