এগ্রিকেয়ার২৪.কম ডেস্ক: নেপালে বর্তমানে আদার চাহিদার ভরা মৌসুম চললেও পণ্যটি নিয়ে হতাশ স্থানীয় উৎপাদনকারীরা। উৎপাদনের পরিমাণ বাজারের চাহিদার চেয়ে অনেক বেশি হওয়ায় অনেক কম দামেও বিক্রি করতে পারছেন না উৎপাদনকারীরা। এতে ন্যায্যমূল্য না পাওয়ায় হতাশ তারা।

জানা যায়, প্রতি কেজি ২০ রুপি (১৬ টাকা ২৪ পয়সা) তেও পাইকারি বিক্রি করতে হিমশিম খেতে হচ্ছে। এতে চলতি মৌসুমে দেশটিতে উৎপাদিত প্রচুর আদা অবিক্রীত থেকে যাওয়ার পাশাপাশি অপচয়েরও আশঙ্কা করছেন অনেকে।

অন্যদিকে নেপালের প্রতিবেশী ভারতের বাজারে গত বছর আদার মূল্য উঠেছিল প্রতি কেজি ১০০ ভারতীয় রুপি (১২৯ টাকা) পর্যন্ত। গত বছর দেশটিতে প্রচুর আদা রফতানি হওয়ায় বেশ লাভবান হয়েছিলেন নেপালি কৃষকরা।

প্রসঙ্গত, নেপাল থেকে ভারতে রফতানিকৃত আদার বড় একটি অংশ সরবরাহ হয় ধানকুটা জেলা থেকে। গত বছর এখানকার ২৫০ হেক্টর জমিতে উৎপাদিত প্রায় ৩ হাজার ৫১২ টন আদা ভারতে রফতানি হয়েছিল।