নোবিপ্রবি প্রতিবিধি, এগ্রিকেয়ার২৪.কম: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ফার্মেসী বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন প্রফেসর ড. মুহাম্মদ সেলিম হোসেন। গত ২১অক্টোবর ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এর স্থলাভিষক্ত হন তিনি।

চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর এক প্রতিক্রিয়ায় ড. মুহাম্মদ সেলিম বলেন, নোবিপ্রবি ফার্মেসী কে আমরা বরাবরের মতো বিভাগ বলি না, পরিবারের মতো দেখি। এখন আমার মূল কাজ হলো ফার্মেসী বিভাগের সুনাম অক্ষুন্ন রেখে এর পাঠদান কৌশল আধুনিকায়ন ও গবেষণা বিষয়ে ব্যাপক গুরুত্বারোপ করে শিক্ষার্থীদের সর্বোচ্চ সংখ্যায় গবেষণায় সংযুক্ত রাখা।

বিশেষ পরিকল্পনার মধ্যে, এনিম্যাল হাউজ ও ‘সেল কালচার হাউজ’ অদূর ভবিষ্যতে স্থাপনের আশা প্রকাশ করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে পড়াশোনা করা প্রফেসর ড. মুহাম্মদ সেলিম হোসেন এর পৈতৃক নিবাস জামালপুরের সরিষাবাড়ী উপজেলার করগ্রামে। তিনি   দিগপাইত ডি.কে. উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক ও নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন।

জাপানের তত্তোরি বিশ্ববিদ্যালয় থেকে “মোলিক্যুলার সেল বায়োলজি” বিষয়ে  উচ্চতর পিএইচডি ডিগ্রি লাভ করেন। তাঁর গবেষনার মূখ্য উপাদান ছিলো ‘অবেসিটি,  ডায়বেটিস ‘।

উল্লেখ্য,  প্রফেসর ড. মুহাম্মদ সেলিম হোসেন ২য় বারের মতো চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হওয়ায় বিভাগের শিক্ষকমন্ডলী,  কর্মকর্তা ও কর্মচারীসহ সকল বর্ষের শিক্ষার্থীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।