ন্যাশনাল ব্যাংক’র পৃষ্ঠপোষকতায় ‘বঙ্গবন্ধু

অর্থ বাণিজ্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আগামী ০৩ থেকে ০৬ এপ্রিল ২০১৯ তারিখ পর্যন্ত  কুর্মিটোলা গলফ ক্লাবে আন্তর্জাতিক পেশাদার গলফ টুর্ণামেন্ট ‘বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন ২০১৯’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে ন্যাশনাল ব্যাংক’র পৃষ্ঠপোষকতায় ‘বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন’র ট্রফি উন্মোচন করা হয়েছে।

বাংলাদেশ গলফ ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধানে, ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় এবং এশিয়ান ট্যুর এর সহযোগিতায়  এ টুর্ণামেন্ট শুরু হবে। রোববার (৩১ মার্চ) সন্ধ্যায় কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাংকুয়েট হলে বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন ২০১৯ এর ট্রফি উন্মোচিত হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেঃ জেনারেল মোঃ শামসুল হক, ওএসপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি উন্মোচন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান, বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মোঃ এনায়েত উল্লাহ, ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাঈদ সিদ্দিকি, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ‘ন্যাশনাল ব্যাংক লিমিটেড’এর পরিচালনা পর্ষদের পরিচালক রিক হক সিকদার ও রন হক সিকদার, ন্যাশনাল ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোসতাক আহমেদ, এশিয়ান ট্যুরের টুর্ণামেন্ট পরিচালক মিঃ চকচাই বুনপ্রাসার্ট এবং বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন ২০১৯ এর বিভিন্ন কমিটির চেয়ারম্যানগণ।

ন্যাশনাল ব্যাংক’র পৃষ্ঠপোষকতায় ‘বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন’র ট্রফি উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এস এম বুলবুল, বাংলাদেশ গলফ ফেডারেশনের যুগ্ম সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিএসএম হামিদুর রহমান (অবঃ), ফেডারেশনের কো-অর্ডিনেটর লেঃ কর্ণেল মোঃ আবদুল বারি (অবঃ), ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর অন্যান্য কর্মকর্তা, এশিয়ান ট্যুর এর কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি এবং সংবাদ কর্মীরা।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর জন্মদিনে পারভীন হক সিকদারের শিক্ষা উপকরণ বিতরণ