হিলি প্রতিনিধি, এগ্রিকেয়ার২৪.কম: হিলি স্থলবন্দরে পাইকারি বাজারে বেড়েছে পেঁয়াজের দাম। তিন দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি ৮ থেকে ১০ টাকা। সরবরাহ কম হওয়ায় দাম বেড়েছে বলছেন ব্যবসায়ীরা। এদিকে পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে পড়েছেন পাইকাররা।

মঙ্গলবার বিকালে সরেজমিনে বন্দরে গিয়ে এ তথ্য পাওয়া যায়।

কথা হয় বন্দরের কয়েকজন পাইকারের সাথে তারা জানান, হঠাৎ করে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৮ থেকে ১০ টাকা
গত তিন দিন আগে যে নাসিক পেঁয়াজ কিনছিলাম ২৭ থেকে ২৮ টাকা। সেই পেঁয়াজ আজকে কিনতে হচ্ছে ৩৮ থেকে ৪০ টাকায়। ইন্দোর জাতের পেঁয়াজ কিনছিলাম ২২ থেকে ২৪ টাকায়। সেই পেঁয়াজ আজকে কিনতে হচ্ছে ২৮ থেকে ৩০ টাকায়।

এগ্রিকেয়ার২৪.কমের অন্যান্য নিউজ পড়তে পারেন:

হু-হু করে বাড়ছে পেঁয়াজের দাম

চাষ করুন ‘বারি পাতা পেঁয়াজ-১’ হেক্টরে ফলন ৮৫০০ কেজি

গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে আয় হবে বারো মাস

গ্রীষ্মকালীন জাত বারি পেঁয়াজ-৫ চাষ পদ্ধতি

আরেকজন পাইকার বলেন, হঠাৎ করে তিন দিনের ব্যবধানে কেজিতে ৮ থেকে ১০ টাকা যদি দাম বাড়ে তাহলে আমরা পেঁয়াজ কিনবো কেমন করে। আমরা এখন ভয়ে পেঁয়াজ কিনতে পারছিনা।

একজন আমদানিকারক জানান, ভারতে পেঁয়াজ উৎপাদিত অঞ্চল বেঙ্গালুরুতে অতি বন্যায় খেত নষ্ট হয়ে যাওয়ায় সেদেশেই পেঁয়াজের সংকট দেখা দিয়েছে। এ কারণে ভারতের মোকামগুলোয় পর্যাপ্ত পেঁয়াজ সরবরাহ হচ্ছে না।সেখানেই কেজি প্রতি ৮ থেকে ১০ টাকা বেশি দিয়ে পেঁয়াজ কিনতে হচ্ছে। আমদানি পর্যায়ে দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও পেঁয়াজের দাম বেড়েছে।

এগ্রিকেয়ার/এমএইচ