এগ্রিকেয়ার২৪.কম ফসল ডেস্ক: কৃষকেরা পেঁয়াজের বীজ ঘরে তুলতে শুরু করেছেন। বিভিন্ন অঞ্চলে বীজ সংগ্রহের প্রায় শেষ পর্যায় চলছে। চলতি মৌসুমে বেশ ভালো ফলনও পাবেন আশা কৃষকের।

প্রতিবারের মতো এবারও ফরিদপুর অঞ্চলে পেঁয়াজের বীজের চাষাবাদ বেশ ভালো হয়েছে। এবার আবাদের পরিমাণও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন ভালো দাম পেলেই খুশি চাষিরা।

ফরিদপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ কিংকর চন্দ্র দাস জানান, ‘চলতি মৌসুমে ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলায় আড়াই হাজার হেক্টর জমিতে পেঁয়াজ বীজের আবাদ করা হয়েছে। এ থেকে চার হাজার মণেরও বেশি পেঁয়াজ বীজ উৎপাদন হবে। যার বাজারমূল্য প্রায় ২৮ কোটি টাকার মতো। এর মধ্যে ১ হাজার ১২৭ টন উৎপাদন হবে শুধু ফরিদপুর জেলায়।

এ কর্মকর্তা আরও জানান, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সংগৃহীত মোট পেঁয়াজ বীজের ৬০ শতাংশ ফরিদপুর জেলা থেকে সরবরাহ করা হয়।

ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ও ঈশান গোপালপুর ইউনিয়নের বিভিন্ন মাঠে গিয়ে দেখা যায়, কৃষাণ-কৃষণীরা পেঁয়াজের বীজ সংগ্রহের কাজে ব্যস্ত সময় পার করছেন।

গোবিন্দপুরে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আবহাওয়া অনুকূলে থাকায় এবার পেঁয়াজ বীজের বাম্পার ফলন হয়েছে। বিঘাপ্রতি তিন মণেরও বেশি বীজ উৎপাদন হবে।

তাদের প্রত্যাশা, বিক্রি মৌসুমে (নভেম্বরে) প্রতি মণ বীজ ৮০-৯০ হাজার টাকায় বিক্রি হবে। এ হিসেবে বিঘাপ্রতি আড়াই লাখ টাকারও বেশি লাভের আশা করছেন তারা।

তবে গোবিন্দুপুর গ্রামের চাষী মো. শফিকুল ইসলাম বলেন, ‘ব্যাংকগুলো শুধু জমির মালিকদের ঋণ দেয়। এতে আমার মতো বর্গাচাষীরা উপকৃত হয় না। ফলে বাধ্য হয়ে আমরা বিভিন্ন এনজিওর কাছ থেকে বেশি সুদে ঋণ নিয়ে পেঁয়াজ বীজ চাষ করি।’

ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর গ্রামের বিএডিসির তালিকাভুক্ত সফল পিঁয়াজ বীজচাষী মো. বকতার হোসেন খান বলেন, ‘এ বছর ৩০ বিঘা জমিতে পেঁয়াজ বীজের চাষ করেছি। ফলনও বাম্পার হয়েছে। আশা করছি ৯০ মণের মতো বীজ উৎপাদন হবে।

তিনি আরো বলেন, ভালো লাভ ও রঙের কারণে পেঁয়াজের বীজ আমাদের এলাকার ‘কালো সোনা’ হিসেবে পরিচিত।

ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ কার্তিক চন্দ্র চক্রবর্তী জানান, কৃষি বিভাগ থেকে জেলার পেঁয়াজ বীজচাষীদের নিয়মিত প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেয়া হচ্ছে। তিনি মনে করেন, ভালো দাম পাওয়ায় পেঁয়াজ বীজের আবাদে উৎসাহী হচ্ছেন জেলার চাষীরা। সূত্র: বণিক বার্তা।