পেয়ারার গায়ে দাগ। ছবি: সংগৃহীত

ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: পেয়ারার গায়ে ছোট ছোট বাদামি দাগ পড়ে। এছাড়া পরিপক্ব ফল ফেটে গিয়ে খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে। চলুন জেনে নেওয়া যাক পেয়ারার গায়ে ছোট ছোট বাদামি দাগ পড়লে করণীয়।

পেয়ারার গায়ে ছোট ছোট বাদামি দাগ পড়লে যা করতে হবে:

পেয়ারার অ্যানথ্রাকনোজ রোগ হলে এ সমস্যা হয়ে থাকে। এ ধরনের রোগ প্রতিরোধে গাছের নিচে ঝড়ে পড়া পাতা, ফল সংগ্রহ করে পুড়ে ফেলা দরকার।

আক্রমণ বেশি দেখা দিলে পেয়ারার কুঁড়ি আসার আগে কার্বেনডাজিম গ্রুপের ছত্রাকনাশক ১ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে সঠিক নিয়মে ১৫ দিন পর পর ৩ থেকে ৪ বার স্প্রে করলে এ রোগের প্রকোপ কমানো সম্ভব।

পেয়ারার গায়ে ছোট ছোট বাদামি দাগ পড়লে করণীয় শিরোনামে লেখাটি লিখেছেন কৃষিবিদ মো. তৌফিক আরেফীন উপ-প্রধান তথ্য অফিসার, কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকা।

পেয়ারার এ্যানথ্রাকনোজ রোগের লক্ষণ ও দমনের কৌশল

পেয়ারার এ্যানথ্রাকনোজ জাতীয় রোগের কারণে ফলন অনেক কমে যায়। এছাড়া বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে গিয়েও অনেক বেশি ক্ষতির সম্মুখীন হতে হয়।

আসুন জেনে নেয়া যাক পেয়ারার এ্যানথ্রাকনোজ রোগ দমনের কৌশলসমূহ।

লক্ষণ: প্রথমে পেঁয়ারার গায়ে ছোট ছোট বাদামী রঙের দাগ দেখা যায়। দাগগুলো ক্রমান্বয়ে বড় হয়ে পেঁয়ারার গায়ে ক্ষত সৃষ্টি করে। আক্রান্ত ফল অনেক সময় ফেটে যায়। তাছাড়া এ রোগে আক্রান্ত ফলের শাঁস শক্ত হয়ে যায়।

অনুকূল পরিবেশ: বাতাস ও বৃষ্টির মাধ্যমে রোগের জীবাণু ছড়িয়ে পড়ে।

বিস্তারগাছের পরিত্যক্ত শাখা প্রশাখা, ফল এবং পাতায় এ রোগের জীবাণু বেঁচে থাকে এবং পরে বিস্তার লাভ করে।

প্রতিকারগাছের নিচে ঝরে পড়া পাতা ও ফল সংগ্রহ করে পুড়ে ফেলতে হয়। গাছে ফুল ধরার পর টপসিন-এম প্রতি লিটার পানিতে ২ গ্রাম অথবা টিল্ট ২৫০ ইসি প্রতি লিটার পানিতে ০.৫ মি.লি হারে মিশিয়ে ১৫ দিন পর পর ৩-৪ বার ভালভাবে সেপ্র করে এ রোগ দমন করা যায়।

ফসল সংগ্রহ: সবুজ থেকে হলদে সবুজ রঙ ধারণ করলে ফল সংগ্রহ করতে হয়।

এগ্রিকেয়ার/এমএইচ