পোল্ট্রি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: এখন থেকে প্রতিদিন পোল্ট্রির ডিম, মুরগির দাম ফিক্স (নির্ধারণ) করার আগে ভাল ভাবে আশে পাশের জেলা, উপজেলায় আপনার চ্যানেলে সর্বশেষ দাম সম্পর্কে খোঁজ নেয়ার পরামর্শ দিয়েছে পোল্ট্রি সহায়ক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ পোল্ট্রি প্রফেশনালশ বাংলাদেশ (পি পি বি)। 

পোল্ট্রির ডিম এবং মুরগীর দাম প্রসঙ্গে পিপি,বি’র ফেসবুক পেজে বলা হয়েছে, বর্তমানে প্রতিদিন ডিম এবং মুরগীর দাম দেশের বিভিন্ন স্থানে বৃদ্ধি পাচ্ছে। তবে সকল স্থানে একই হারে নয়।

এখন আপনাদের যা করনীয়: ১। আমরা যে দাম দেই (ফেসবুক পেজ ও নিউজপোর্টালে) তা সুনির্দিষ্ট অঞ্চলের সেই দিনের গড় দাম।

২। এই দাম পরবর্তী দিন বেলা ১০/১২ টা পর্যন্ত বলবৎ থাকে (আমাদের পর্যবেক্ষন)।

৩। প্রতিদিন দাম ফিক্স (নির্ধারণ) করার আগে ভাল ভাবে আশেপাশের জেলায় উপজেলায় আপনার চ্যানেলে সর্বশেষ দাম সম্পর্কে খোঁজ নেন।

না হলে বাজার উঠতি সময়ে আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে। শুভেচ্ছান্তে, সমন্বয়ক, পি পি বি।