পোল্ট্রির ফার্ম ব্যবস্থাপনা নিয়ে

ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: পোল্ট্রির ফার্ম ব্যবস্থাপনা নিয়ে পিপিবি’র নলেজ শেয়ারিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটির আয়োজনে ছিলো পোল্ট্রি প্রফেশনালস বাংলাদেশ (পিপিবি) এর শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ভলান্টিয়ার টিম।

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি, ২০২০) “Knowledge Sharing Session on Poultry Farm Management” শীর্ষক অনুষ্ঠিত এ সেমিনারে Bio Security, Ventilation এবং Probiotics usage এর উপর প্রেজেন্টেশান এবং আলোচনা করা হয়।

সেমিনারে শেকৃবি’র এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডীন প্রফেসর ড. আনোয়ারুল হক বেগ, বাংলাদেশ পোল্ট্রি ইন্ড্রাস্ট্রিজ এসোসিয়েশন এর জয়েন্ট সেক্রেটারি খোন্দকার মহসিন, শেকৃবি’র মেডিসিন এন্ড পাবলিক হেলথ ডিপার্টমেন্টের চেয়ারম্যান ভেট কৃষিবিদ সাইফুল ইসলাম, প্যারাসাইটোলজি এন্ড মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান উদয় কুমার মোহান্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা Dr. Nanda Dulal Tikadar, পিপিবি’র কো অরডিনেটর অঞ্জন মজুমদার, পিপিবি’র সেমিনার কমিটির কো-অর্ডিনেটর Nisith Kumar Mondal, কোর টিম মেম্বার Ehasanul Dvm, Rossario এর কান্ট্রি হেড Akm Rafiqul Islam Chuwdhury, ফার্মা এন্ড ফার্ম এর সেলস ম্যানেজার Abu Sufian, শেকৃবি ইউনিটের কো-অরডিনেটর Rup Kumar, টিম লিডার Rasel Ahmed সহ পিপিবি টিমের সদস্য, ছাত্রছাত্রী, সংবাদ কর্মীরা অংশগ্রহণ করেন।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, পোল্ট্রি শিল্পের বিকাশে পিপিবি’র এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সেমিনারে Dr. Saiful Bashar, General Secretary, The Vet Executive বলেন, আমাদের সবার উচিত সঠিক নিয়ম মেনে খামার ব্যবস্থাপনা করা। এন্ট্রি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স এবং খামারের বায়োসিকিউরিটি বিষয়ও তুলে ধরেন তিনি।

সেমিনারে বক্তারা বলেন, আমরা এন্টিবায়োটিক এর পরিবর্তে প্রোবায়োটিক এর ব্যবহার বৃদ্ধি করতে পারি তাহলে ধীরে ধীরে আমাদের শরীর থেকে এন্টিবায়োটিক এর রেজিস্টেন্স কমতে থাকবে।

তারা বলেন, দেশের এই মূল্যবান সেক্টর কে সমৃদ্ধি করতে ডক্টর, খামারী, আমদানিকারকসহ সবার অংশগ্রহণ জরুরী। খামারের বায়োসিকিউরিটি এবং ভেন্টিলেসন নিয়েও তথ্যমূলক বক্তব্য তুলে ধরেন তারা।

পোল্ট্রির ফার্ম ব্যবস্থাপনা নিয়ে পিপিবি’র নলেজ শেয়ারিং সেমিনার অনুষ্ঠিত শিরোনামের সংবাদের তথ্য পিপিবি’র পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন: পোল্ট্রিখাতকে আগামীর জন্য প্রস্তুত হতে হবে