ফসল ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার প্রত্যন্ত অঞ্চল দহদপুর গ্রামে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে লেটুস। এ সবজি চাষে সফলতার স্বপ্ন দেখছেন পলাশ নামের এক চাষি। ৮ হাজার টাকা খরচ করে প্রায় ৪৫ হাজার টাকা বিক্রি করার আশা করছেন এই তরুন।

অত্যধিক পুষ্টি গুণাগুণ সমৃদ্ধ সবজি সম্পর্কে দহদপুর গ্রামের লেটুস চাষি পলাশ জানান, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সমন্বিত কৃষি ইউনিটের সার্বিক তত্বাবধানে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা জাকস ফাউন্ডেশনের সহায়তায় ১৫ শতাংশ জমিতে লেটুস চাষ করছেন কৃষক পলাশ। লেটুস চাষে বাড়তি কোন ঝামেলা নেই। অন্যান্য ফসলের মতোই চাষ পদ্ধতি। লেটুস ট্রপিকেল জাতের লেটুসের বীজ রোপণকরা হয় গত অক্টোবর মাসের ১০ তারিখে। ৬৫ দিনের ফসল হিসেবে বর্তমানে এগুলো তোলার উপযুক্ত সময় চলছে।

কৃষক পলাশ জানান, অনেকেই জমি থেকে নিয়ে যাচ্ছেন আবার বাজারেও গিয়ে বিক্রি করে থাকেন। জেলা শহরের সবজি বাজারের নিরাপদ সবজি কর্ণারেও এ লেটুস পাওয়া যাচ্ছে।

চাইনিজ রেষ্টুরেন্ট গুলোতে ব্যাপক চাহিদা থাকায় লেটুস বিক্রিতে কোন সমস্যা হচ্ছেনা এবং প্রতিটি লেটুস বিক্রি হচ্ছে ৩০ টাকা বলে জানান কৃষক পলাশ। অত্যাধিক পুষ্টি গুণাগুণ সমৃদ্ধ লেটুস পাতায় রয়েছে বহুবিধ উপকারিতা । এ জন্য পুষ্টিবিদরা প্রতিদিনের খাদ্য তালিকায় লেটুস পাতা রাখার পরামর্শ প্রদান করেছেন।

এগ্রিকেয়ার২৪.কমের আরোও নিউজ পড়তে পারেন:

আলু ছেড়ে বিদেশী সবজি স্কোয়াশ চাষে লাভবান কৃষক

রাস্তার পাশে অভিনব পদ্ধতিতে সবজি চাষ

মালচিং পদ্ধতিতে সবজি চাষে সফল কৃষকরা

লালমনিরহাটে ৫ হাজার ৭০০ হেক্টর জমিতে সবজি চাষ

জাকস ফাউন্ডেশনের কৃষি কর্মকর্তা শাহাদত হোসেন শাহিন বলেন, লেটুস চাষে সার, বীজ প্রদানসহ কারিগরি সহায়তা প্রদান করা হচ্ছে।

জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো: নূরুল আমিন বলেন, পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের সার্বিক দিক নির্দেশনায় স্থান ীয় বেসরকারি উন্নয়ন সংস্থা জাকস ফাউন্ডেশন অত্যাধিক পুষ্টিগুণাগুণ সমৃদ্ধ সবজি লেটুস চাষে কৃষকদের উদ্বুদ্ধকরাসহ আর্থিক ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে।

পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: লুৎফর রহমান বলেন, পাঁচবিবি উপজেলার দহদপুর গ্রামের কৃষক পলাশ এবার ১৫ শতাংশ জমিতে অত্যাধিক পুষ্টি গুণাগুণ সমৃদ্ধ সবজি লেটুস বাণিজ্যিকভাবে চাষ করে সফলতা অর্জন করেছে। লেটুস চাষে সফলতায় আশপাশের কৃষকরাও লেটুস চাষে এগিয়ে আসছেন বলে জানান তিনি।

এগ্রিকেয়ার/এমএইচ