প্রাণি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: যশোর জেলার ৮  উপজেলার কর্মকর্তা, কর্মচারির অংশগ্রহণে মাসিক জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় যশোর অঞ্চলের প্রাণিরোগের বর্তমান অবস্থা, পশু পাখির খামারের প্রকৃত বায়োসিকিউরিটি পরিস্থিতি পর্যবেক্ষণের উপর জোর দেয়া হয়।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) “Strengthening the District U2C Co-ordination শীর্ষক মাসিক জেলা সমন্বয় সভা” জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ভবতোষ কান্তি সরকার সভাপতিত্ব করেন।

জেলা প্রাণি সম্পদ অফিস কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সমন্বয় সভায় কল্যাণ কুমার ফৌজদার বিভাগীয় উপ পরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর, খুলনা বিভাগ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় চলতি ডিসেম্বর মাসে আটটি টিমের U2C কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং জানুয়ারি মাসের অগ্রিম কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।

প্রধান অতিথি U2C কার্যক্রমকে শক্তিশালী করার মাধ্যমে যশোর অঞ্চলের প্রাণিরোগের বর্তমান অবস্থা, পশু পাখির খামারের প্রকৃত বায়োসিকিউরিটি পরিস্থিতি পর্যবেক্ষণের উপর জোর দেন।