প্রাণিসম্পদ অধিদপ্তরের উচ্চপর্যায়ে  রদবদল

ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: প্রাণিসম্পদ অধিদপ্তরের উচ্চপর্যায়ে রদবদল, ফের ডিজি ডা. আইনুল হয়েছেন। এছাড়াও উচ্চস্তরের প্রশাসনিক পদে বেশ রদবদল হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর, ২০১৯) অধিদফতরটির প্রশাসনিক পদে রদবদলের চিঠি পান সংশ্লিষ্টরা কর্মকর্তারা।



সূত্র জানায়, আজ প্রাণিসম্পদ অধিধফতরের মহাপরিচালক (ডিজি) ডা. হীরেশ রঞ্জন ভৌমিক অবসর নেন। এর ফলে পুনরায় মহাপরিচালকের দায়িত্ব পেলেন ডা. মো. আইনুল হক।

এছাড়া উপপরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. এ.কে.এম আতাউর রহমান, তিনি এর আগে প্রাণিসম্পদ অর্থনীতিবিদ হিসেবে দায়িত্বরত ছিলেন। ডা. মোঃ হাসান ইমাম উপপরিচালক (বাজেট) হিসেবে দায়িত্ব পেয়েছেন, তিনি পূর্বে উপপরিচালক (প্রশাসন) হিসেবে কর্মরত ছিলেন।

এছাড়াও অবসরজনিত কারণে প্রাণিসম্পদ অধিদফতরে বেশ কিছু পদে শিগগিরই পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

পনুরায় মহাপরিচালকের দায়িত্ব পাওয়া ডা. মো. আইনুল হক এগ্রিকেয়ার২৪.কমকে বলেন, তিনিও খুব বেশিদিন থাকবেন না পদটিতে। চলতি মাসেই তার বয়স শেষ হতে যাচ্ছে। নতুন দায়িত্বরতরা ভালোভাবে দায়িত্ব পালন করবেন এমন প্রত্যাশা সবার। সবাইকে অভিনন্দন।

প্রাণিসম্পদ অধিদপ্তরের উচ্চপর্যায়ে রদবদল, ফের ডিজি ডা. আইনুল দায়িত্ব পাওয়ায় এগ্রিকেয়ার২৪.কম এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভ কামনা।

আরও পড়ুন: প্রাণিসম্পদ অধিদপ্তরের স্বর্ণযুগের যাত্রা শুরু; মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী