প্রাণি ডেস্ক এগ্রিকেয়ার২৪.কম: দেশের প্রাণিসম্পদ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনে বিশ্বব্যাংক ৫শ মিলিয়ন ডলার সহযোগিতা দিবে।

এ সহযোগিতার আওতায় ২ মিলিয়ন পরিবার ভিত্তিক কৃষক, ক্ষুদ্র ও মাঝারি কৃষি উদ্যোক্তারা আরো ভালো বাজার সুবিধা পাবেন। সম্প্রতি রাজধানীতে বিশ্বব্যাংকের সাথে সরকারের একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়।

শেরেবাংলা নগর জাতীয় অথনৈতিক পরিষদের সম্মেলন কক্ষে বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমদ ও বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত আবাসিক প্রধান ডেনডান চেন।

আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতার আওতায় বিশ্বব্যাংক বাংলাদেশ সরকারকে ৫ বছর রেয়াতিসহ ৩০ বছর মেয়াদে ১ দশমিক ২৫ শতাংশ সুদে এবং দশমিক ৭৫ শতাংশে সার্ভিস চার্জে এই ঋণ দেবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, এ চুক্তির ফলে দেশের প্রাণিসম্পদ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন প্রকল্পটি আরো বেশি বেসরকারি খাতকে সম্পৃক্ত করতে সক্ষম হবে। এর ফলে এই খাতে টেকসই উন্নয়নসহ সরবরাহ বৃদ্ধি পাবে।

আগামী ২০২১ সালে দেশে বছরে ডিমের ঘাটতি হবে ১ দশমিক ৫ মিলিয়ন এবং দুগ্ধজাত পণ্যের উৎপাদন ঘাটতি হবে প্রায় ৬ মিলিয়ন টন। প্রকল্পটি দেশে ডিম, দুগ্ধজাত পণ্য ও মাংসের বিদ্যমান ঘাটতি পূরণে সহায়তা করবে। সূত্র: বাসস।