রাজশাহী প্রতিনিধি, এগ্রিকেয়ার২৪.কম: আবাসিক এলাকা ও ফলের বাগানের পাশে ইট ভাটা না করার দাবি জানিয়ে আবেদন (দরখাস্ত) প্রদান করা হয়েছে।

আজ বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সালাহউদ্দিন বরাবর কাছে দরখাস্ত প্রদান করা হয়।

আবেদপত্রটি প্রদান করেন, গোদাগাড়ীর কানাইডাঙ্গা এলাকার মৃদ আবদুর সালামের ছেলে ফল ব্যবসায়ী ও কৃষিজীবী হযরত বেলাল।

এতে বলা হয়, তার জমির পাশে সিয়াম ব্রিক নামের একটি ইট ভাটা তৈরি করা হয়েছে। এতে করে বেলালসহ স্থানীয়দের কৃষিজমিতে ভাটার প্রভাব পড়ছে। এছড়া স্থানীয়দের মধ্যে ভাটার ক্ষতিকারক প্রভাব পড়ছে বলে তিনি জানান।