জেলা প্রতিনিধি, রাজশাহী, এগ্রিকেয়ার২৪.কম: রাজশাহীতে খুচরা বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ২ টাকা থেকে ৫ টাকা বেড়েছে। এর সাথে দাম বাড়তে শুরু করেছে চিনির দাম।পাল্লা দিয়ে বাড়ছে সবজির দাম। আজ নগরীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

গত বছরের অক্টোবর থেকে সয়াবিন তেলের দাম বাড়তে শুরু করে। তখন লিটারপতি বোতলজাত সয়াবিন তেল বিক্রি হয় ১০৫ টাকা দরে। কিছুদিন আগেও সে তেল ১৩০ টাকা দরে বিক্রি হয়েছে। হটাৎ আবার প্রতি লিটার সয়াবিন বিক্রি হচ্ছে ১৩৫ টাকা। প্রতিকেজি চিনিতে ২ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬৮ টাকা।

নগরীর সাহেব বাজারের মুদি দোকানদার সুশীল জানান, ভোজ্যতেলের বাজার অনেক দিন ধরেই অস্থিতিশীল। বাজারে ভালো মানের খোলা সোয়াবিন তেল বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৩৫ টাকা। খোলা তেল বিক্রি বাদ দিয়েছি। বোতলজাত সব তেল ১৩৫ টাকা লিটার আর খোলা সয়াবিন ১৩০ টাকা।

এ বিক্রেতা জানান, বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমতে শুরু করেছে। এক সপ্তাহ ধরে সয়াবিন তেলের বোতলের সরবরাহ প্রায় নেই। এ কারণে এখন খোলা সয়াবিন তেলের দাম বোতলজাত সয়াবিন তেলের চেয়ে বেশি।

এদিকে, সবজির দাম বেড়েছে। এক সপ্তাহ আগে প্রতিকেজি বেগুন বিক্রি হয়েছে ২০-২৫ টাকা। বর্তমানে ৪০ টাকা কেজিতে পৌঁছেছে। প্রায় সব সবজির কেজিতে বেড়ে ৫ টাকা থেকে ১০ টাকা। টমেটো ২০ টাকা, শসা ৩০ টাকা, লাউ ৩০ টাকা পিস, ছোলাবুট রকমভেদে ৭০ থেকে ৭৫ টাকা, মটর ডাল ৯৬ টাকা।

অপরদিকে বাজারে দেশী পেঁয়াজের সরবরাহ বেড়েছে। প্রতি কেজি দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ টাকা থেকে ৩৫ টাকায়, আমদানি করা পেঁয়াজ ২৫ টাকায়। ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হলেও বাজারে বিক্রি নেই। সেজন্য দোকানিরাও সেই পেঁয়াজ রাখছেন না। গতকাল কাওরান বাজারের পাইকারি দোকানগুলোতে ঘুরে কোথাও ভারতীয় পেঁয়াজ দেখা যায়নি। বাজারে সবজির দাম স্বাভাবিক রয়েছে। বিভিন্ন ধরনের সবজি ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এগ্রিকেয়ার/এমএইচ