এগ্রিকেয়ার২৪.কম ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রোপণ করা হৈমন্তী ফুলের গাছটি বাঁচাতে উদ্যোগ নেয়া হয়েছে। নাটোরের উত্তরা গণভবনে বঙ্গবন্ধুর রোপণ করা ৪৬ বছরের বয়সি ফুলের এই গাছটি বাঁচানোর উদ্যোগ নিয়েছে নাটোর জেলা প্রশাসন।

সম্প্রতি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের একদল বৈজ্ঞানিক কর্মকর্তা গাছটি পর্যবেক্ষণ করেন। আট সদস্যের এ প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নাজিরুল ইসলাম।

এ সময় নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজ্জাকুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) অনিন্দ মণ্ডলসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজ্জাকুল ইসলাম জানান, ১৯৭২ সালের ৯ ফেব্রুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উত্তরা গণভবনে সফরকালে হৈমন্তী গাছটি রোপণ করেছিলেন।

দীর্ঘদিন অযত্ন অবহেলায় থাকার কারণে পোকার আক্রমণে গাছটি মরে যাওয়ার পথে। এ অবস্থায় নাটোর জেলা প্রশাসন গাছটি রক্ষার জন্য উদ্যোগ গ্রহন করে। এরই ধারাবাহিকতায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের এক দল উদ্যান বিশেষজ্ঞ গাছটি সরেজমিন পরিদর্শনে আসেন। এ সময় গাছটি বাঁচাতে বেশ কয়েকটি সুপারিশ করেছেন তারা।

ড. নাজিরুল ইসলাম বলেন, বর্তমানে গাছটির বয়স ৪৬ বছর। গাছটি পুরোপুরি রিকভার করা সম্ভব না হলেও দীর্ঘদিন টিকিয়ে রাখতে বেশকিছু পরামর্শ দেয়া হয়েছে। সূত্র: বণিক বার্তা।