ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: চলতি বছরে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৪ এর মনোনয়ন আহ্বান করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের পক্ষে কৃষি তথ্য সার্ভিস এ উপলক্ষে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট এর ট্রাস্টি বোর্ডের চতুর্থ সভার সিদ্ধান্ত অনুযায়ী বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৪ প্রদানের নিমিত্ত মনোনয়নপত্র আহ্বান করা হচ্ছে।

মনোনয়নপত্র দাখিল ও বাছাইয়ের তফসিল নিচে তুলে ধরা হলো।

উপজেলা কমিটির নিকট মনোনয়ন ফরম দাখিলের সর্বশেষ তারিখ চলতি বছরের ২৫ অক্টোবর। উপজেলা কমিটি কর্তৃক মনোনয়ন বাছাইয়ের শেষ তারিখ ৬ নভেম্বর।

১৪ নভেম্বর জেলা কমিটি কর্তৃ মনোনয়ন বাছাইয়ের সর্বশেষ দিন। ২০ নভেম্বর কৃষি মন্ত্রণালয়ের মনোনয়ন দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে।

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৪ এর মনোনয়ন ফরম ও নিয়মাবলী www.moa.gov.bd , www.dae.gov.bd www.ais.gov.bd এসব ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। প্রচারে: কৃষি তথ্য সার্ভিস ও কৃষি মন্ত্রণালয়। সূত্র: কৃষি তথ্য সার্ভিস।