ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: দীর্ঘ প্রচেষ্টা ও প্রক্রিয়া পাড়ি দিয়ে শেষ পর্যন্ত শুরু হয়েছে আমাদের প্রাণের ঠিকানা ঢাকা রিপোর্টার্স ইউনিটির পুরনো স্থাপনা পুননির্মাণ, সংস্কার ও আধুনিকায়নের কাজ।

এ তথ্য জানিয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বর্তমান কমিটির সভাপতি সাইফুল ইসলাম।

আজ ১৪ নভেম্বর (বুধবার) রাত সোয়া ১২টার দিকে ডিআরইউ সভাপতি সাইফুল ইসলাম তাঁর ফেসবুক ওয়ালে এ তথ্য প্রকাশ করেছেন।

‘বদলে যাচ্ছে, ডিআরইউ এর পুরনো স্থাপনা, আসছে নতুন রূপে, আধুনিক সাজে’  শিরোনামে ফেসুবক ওয়ালে সাইফুল ইসলাম এর লেখাটা হুবহু নিচে তুলে ধরা হলো:

‘দীর্ঘ প্রচেষ্টা ও প্রক্রিয়া পাড়ি দিয়ে শেষ পর্যন্ত শুরু হয়েছে আমাদের প্রাণের ঠিকানা ঢাকা রিপোর্টার্স ইউনিটির পুরনো স্থাপনা পুননির্মাণ, সংস্কার ও আধুনিকায়নের কাজ।’

‘মাননীয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ এর প্রতিষ্ঠান নসরুল হামিদ ফাউন্ডেশনের সহযোগিতায় হামিদ কনস্ট্রাকশন সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যয়ে ও তত্ত্বাবধানে এই কাজ করে দিচ্ছে।’

‘ডিআরইউ এর কার্যনির্বাহী কমিটি ২০১৮’র ঐকান্তিক প্রচেষ্টা ও সকল সদস্যের আন্তরিক সহযোগিতায় দ্রুত আধুনিকায়ন কাজ শেষ হবে বলে আশা করছি’।

ছবি ও তথ্যের জন্যে কৃতজ্ঞতা: ডিআরইউ সভাপতি সাইফুল ইসলাম এর প্রতি।