আন্তর্জাতিক কৃষি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: বন্ধ হয়ে গেছে সুদান বন্দর। দেশটিতে রাজনৈতিক বিক্ষোভ কর্মসূচির জেরে বেশ উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। প্রধান বন্দরটির কার্যক্রম বন্ধ হয়ে পড়ায় দেখা দিয়েছে গমসহ অন্যান্য পণ্য সংকটের আশঙ্কা। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওয়ার্ল্ডগ্রেইনডটকম জানায়, উত্তর আফ্রিকার দেশটির প্রধান বন্দরটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে বন্ধ রয়েছে। মূলত সুদানের বেজা নামক একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় এমন অচলাবস্থার সৃষ্টি হয়েছে। শুধু সুদান বন্দর নয়, বরং লোহিত সাগরসংলগ্ন অন্যান্য বন্দরের কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

বেজা জনগোষ্ঠীর দাবি, সুদানে রাজনৈতিক ক্ষমতার পর্যাপ্ত অভাব রয়েছে। পাশাপাশি অর্থনৈতিক অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে। এমন পরিস্থিতি থেকে উত্তরণ চান এ গোষ্ঠীর সদস্যরা। এদিকে সুদান সরকার আন্দোলনের যৌক্তিকতা স্বীকার করে জানায়, বন্দরের কার্যক্রম বন্ধ হয়ে পড়ায় দেশটির সাধারণ নাগরিকরা ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, সুদান খাদ্যশস্য উৎপাদনে সমৃদ্ধ নয়। দেশটি ব্যাপকভাবে গম আমদানিনির্ভর। প্রতি বছর ২০ লাখ টনেরও বেশি গম বহির্বিশ্ব থেকে ক্রয় করে দেশটি। বিপরীতে মাত্র সাত লাখ টন গম উৎপাদন হয়।

এগ্রিকেয়ার/এমএইচ