নাহিদ বিন রফিক, এগ্রিকেয়ার২৪.কম: বরিশালের হিজলায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। হিজলা কৃষি অফিসের আয়োজনে বঙ্গবন্ধুর জন্ম শর্তবাষিকী উপলক্ষে অনুষ্ঠিত কৃষি প্রযুক্তি মেলা আজ বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর, ২০২০) উপজেলা পরিষদ চত্বরে সমাপনী অনুষ্ঠিত হয়।

এর আগে, মঙ্গলবার (০১ ডিসেম্বর, ২০২০) বঙ্গবন্ধুর জন্ম শর্তবাষিকী উপলক্ষে কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়। উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল-৪ আসনের সাংসদ পংকজ নাথ। অনুষ্ঠানে (ভার্চুয়াল) প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকারের প্রচেষ্টায় কৃষিক্ষেত্রে বাংলাদেশের ঈর্ষণীয় সাফল্য অর্জিত হয়েছে।আধুনিক চাষাবাদে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচি চলমান রয়েছে। এ কর্মসূচীর আওতায় বিনামূল্যে সার ও বীজ  কৃষকের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে । উৎপাদন ব্যয় কমানোর জন্য কৃষি যান্ত্রিকীকরণের ওপর রয়েছে সরকার সর্বোচ্চ গুরুত্ব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সুশান্ত দাস, মৎস্য অফিসার মো. আব্দুল হামিদ, কৃষি সম্প্রসারণ অফিসার মো. খালেদীন আনাম, গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার, মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দিনস আরও অনেকে উপস্থিত ছিলেন।

সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আহসানুল হাবীব, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. আলতাফ হোসেন, মহিলা ভাইস-চেয়ারম্যান মোসা. নাজমা বেগম, আল আজাদ জনিসহ আরও অনেক। বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতাধীন এ মেলায় ১১ টি স্টল স্থান পায়।

এগ্রিকেয়ার / এমবি