নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: নবান্নের উৎসবে মেতেছিলেন বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট (ব্রি) বিজ্ঞানী, গবেষক, কর্মকর্তাসহ কর্মরত সবাই। নানা আয়োজনে নবান্ন উৎসব উদযাপনকরেছে ব্রি।

বাংলাদেশে ঘরে ঘরে নতুন চালের পিঠা উৎসবের আমেজ শুরু হয় এ নবান্নে। আর দেশের ধান উৎপাদনে অগ্রণী ভূমিকায় থাকা ব্রি কেন পিছিয়ে থাকবে। তাই তো সকলে মিলে মেতেছিলেন নবান্নে উৎসবে।

ব্রির ঊর্ধতন কর্মকর্তাসহ সবাই মিলে রঙিন বেলুন উড়িয়ে দেন।

উৎসব মুখর পরিবেশে সবার অংশগ্রহণে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।

নানা পদের পিঠারও কমতি ছিলো না। 

একে ওপরকে পিঠা খাওয়ানোও বাদ যায় নি।

সবার মাঝে উৎসব বিরাজ করছিলো। সবাই যেন নবান্ন উৎসবে এক কাতারে এসে মিশেছিলেন।

ব্রি মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর, পরিচালক (প্রশাসনও সাধারণ পরিচর্যা) ড. আনছার আলীসহ সবাই উপস্থিত ছিলেন। ছবিগুলো তুলেছিলেন ব্রি’র ফটোগ্রাফারমো. মাসুম রানা।