নিজেস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: আগামীকাল শনিবার (২৮ এপ্রিল) রাজধানীতে বিশ্ব ভেটেরিনারি দিবস পালন হবে। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

প্রতি বছর এপ্রিল মাসের শেষ শনিবার আন্তর্জাতিক পালিত হয় বিশ্ব ভেটেরিনারি দিবস বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশও পালন করা হয়। এরই ধারাবাহিকতায় চলতি বচরের বিশ্ব ভেটেরিনারি দিবস আগামীকাল ২৮ শে এপ্রিল ,শনিবার।

দিবসটি উপলক্ষে প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশের ভেটেরিনারি এসোশিয়েসন এবং দি ভেট এক্সিকিউটিভ এর আয়োজনে রাখা হয়েছে নানা কর্মসূচি। রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলতায়নে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেটেরিনারি পেশার ভুমিকা শীর্ষক প্রতিপাদ্য নিয়ে শুরুতে সকাল সাড়ে ৮টার দিকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে।

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাদ্য মন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম। বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপন কমিটির আহবায়ক এবং  প্রানিসম্পদ অধিদপ্তরের পরিচালক (সম্প্রসারণ) ডাঃ  হীরেশ রঞ্জন ভৌমিক এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি থাকবেন সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় মোহাম্মদ রইসউল আলম মন্ডল ও সংসদ সদস্য ও কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে থাকবেন প্রাণিসম্পদ অধিদপ্তর মহাপরিচালক ডাঃ মোঃ আইনুল হক, কৃষিবিদ এ এম এম আবু সালেহ, বাংলাদেশ ভেটেরিনারি এসশিয়েন (বিভিএ) সভাপতি ডা.  এস এম নজরুল ইসলাম এবং মহাসচিব ডা. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা।

দিবসটি দেশের প্রতিটি জেলায় উপজেলায় প্রানিসম্পদ উন্নয়ন কেন্দ্র ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনেও শোভাযাত্রা, আলোচনাসভাসহ নানা কর্মসূচি পালন করা হবে।

বিশ্ব ভেটেরিনারি ২০১৮ দিবসের সফলতা কামনা করেছে এগ্রিকেয়ার২৪.কম।