আরিফ রহমান, ফটো সাংবাদিক, এগ্রিকেয়ার২৪.কম বরিশাল: বরগুনা জেলার পাথরঘাটা শহর থেকে ৭/৮ কিলোমিটাল দুরে রূইতা গ্রাম। সাগর তীরে এই গ্রামে পাশ দিয়ে বলেশ্বর নদীর মাঝে নতুন একটি দ্বীপ চর। সাগর মোহনায় এই দ্বীপটিতে সবুজ গাছের মাঝে দেখা মেলে বহু পাখির মেলা।

বনের মাঝে হাটতে হাটতে দেখা মেলবে মায়া হরিনের সহ শুকর, বানোর, শিয়াল, বন মোরক ।

পাথরঘাটা উপজেলার নিকটে বঙ্গোপসাগরে বলেশ্বর মোহনায় নতুন জেগে ওঠা একটি দ্বীপ। উত্তর-দক্ষিনে দৈর্ঘ প্রায় ৫ কিলোমিটার। প্রস্থ দেড় কিলোমিটার। পাথরঘাটা উপকূল থেকে মাত্র ১০ থেকে ২০ মিনিটের নৌ পথ দুরত্বে এর অবস্থান।

দ্বীপের পশ্চিমে রয়েছে বিশ্ব ঐতিজ্য সুন্দরবন। দ্বীপে রয়েছে র্দীঘ বালুতট, জোয়ারে গর্জণ করে ফনাতুলে আছড়ে পড়ে সাগরের ঢেউ। আছে বন্য গাছ গাছালি।

সেখানে বাস করে শত রঙ ও প্রকারের দেশী ও বিদেশী পাখি, পাখি করে কলরব প্রত্যুষে ও গোধূলীতে।