আবু জাহিদ, বশেমুরবিপ্রবি প্রতিনিধি, এগ্রিকেয়ার২৪.কম: গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) প্রথম বর্ষের এফ এবং জি ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।

২য় দিনের এ পরীক্ষা ০৩ নভেম্বর ২০১৮ শনিবার সকাল ১০-১১টা এফ ইউনিট এবং বিকাল ৩ থেকে ৪টা পর্যন্ত জি ইউনিট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন পরীক্ষার কক্ষ পরিদর্শন করেন। ভর্তি পরীক্ষা সুষ্ঠু পরিবেশ সম্পন্ন হওয়ায় তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

এফ ইউনিট ৮,৪৫৩ জন, জি ইউনিট ৮,৫১৩ জন শিক্ষার্থী আবেদন করে। ৯২ শতাংশরেও বেশি পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।

আগামী শুক্রবার ০৯ নভেম্বর ২০১৮ সকাল ১০টায় সি এবং বিকাল ৩টায় এইচ ইউনিট ও ১০ নভেম্বর ২০১৮ সকাল ১০টায় আই, দুপুর ১টায় বি এবং বিকাল ৩.৩০টায় এ ইউনিটর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া ভর্তি পরীক্ষা, আসন বিন্যাস ও আবাসন সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট  www.bsmrstu.edu.bd  তে জানা যাবে।