আবু জাহিদ, বশেমুরবিপ্রবি, এগ্রিকেয়ার২৪.কম: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সহযোগিতায় নিরলস কাজ করে যাচ্ছে রোভার, বিএনসিসি, আই প্লাস ওয়ান এবং প্রাথমিক চিকিৎসায় বাঁধন (স্বেচ্ছায় রক্তদান সংঠন) ইউনিট।

শুক্রবার সকাল থেকে বশেমুরবিপ্রবি ২০১৮-১৯ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। শুক্রবার ও শনিবার (২ ও ৩ নভেম্বর) ক্যাম্পাসে ভর্তিচ্ছুদের সহযোগিতামূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে বিশ্ববিদ্যালয়ের এই সেচ্ছাসেবী সংগঠনগুলো।

ভর্তিচ্ছুদের মাঝে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, যানজট নিরসন, ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্যসেবা এবং আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে উক্ত স্বেচ্ছাসেবক দল।

আই প্লাস ওয়ান সোস্যাল সার্ভিস ক্লাবের সভাপতি ইটিই বিভাগের মইনুল ইসলাম রেজা বলেন, ‘প্রতি বারের ন্যায় এবারো আমরা নিজেদের দায়বদ্ধতা থেকে এগিয়ে এসেছি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা করার জন্য।

বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের মেইন গেট সংলগ্ন সড়কের যানজট নিরসন এবং পরীক্ষার্থীদের সুষ্ঠু যাতায়াত নিশ্চিতকরণ এবং তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে বিভ্রান্তিকর অবস্থা ঠেকাতে আমাদের এই নিরলস প্রচেষ্টা।

রোভার ও বি এন সি সি র প্রধান দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, মোঃ মজনুর রশিদ। তিনি বলেন, রোভার ও বিএনসিসি প্রত্যেক বছরের ন্যায় এবারো ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় নিয়োজিত আছে।

পরীক্ষার্থীদের সকল প্রকার সমস্যা সমাধানের জন্য সর্বোচ্চ সহযোগিতা করেছে তারা। পরীক্ষার্থীদের সকল প্রকার তথ্যসেবাসহ সার্বিকভাবে সাহায্য করেছে এই সংগঠন দুটি।

রোভার স্বেচ্ছাসেবী দল ভর্তিচ্ছু শিক্ষার্থী সেবায় নিয়োজিত ছিলেন  ১০০ জন, বিএনসিসি  ৪০ জন, আই প্লাস ওয়ান সোস্যাল সার্ভিস ক্লাবে ৪০ জন এবং বাঁধন ইউনিট ২ দিনে প্রথমিক চিকিৎসা দিয়েছেন  প্রায় ১৬০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীকে।

তাছাড়া দূর দুরান্ত থেকে আগত ভর্তি পরীক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা গঠিত বিভিন্ন বিভাগীয় এবং জেলা স্টুডেন্টস এসোসিয়েশনগুলো। প্রায় ৩০ টা স্টুডেন্টস এসোসিয়েশন পরীক্ষার্থীদের সার্বিক সহযোগীতায় একান্তভাবে কাজ করে গেছে।