বস্ত্র পরিদপ্তর’কে অধিদপ্তরে রূপান্তর

এগ্রিকেয়ার প্রতিবেদক: পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে থাকা বস্ত্র পরিদপ্তরকে বস্ত্র অধিদপ্তরে উন্নীত করা হয়েছে।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের ব্যয় নিয়ন্ত্রণ শাখা, অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন অনুবিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয় অধিশাখার অনুমোদনক্রমে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বস্ত্রপরিদপ্তরকে বস্ত্র অধিদপ্তরে উন্নীত করা হয়।

অধিদপ্তর হওয়ার কারণে এতে মহাপরিচালকের ১টি পদ ও পরিচালকের ৩টি পদসহ মোট ৮৩টি নতুন পদের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া নতুন ৩টি জেলা নারায়নগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে নতুন শাখা অফিস খোলা হবে । এর ফলে বিকেন্দ্রীয়করণের মাধ্যমে  বস্ত্র অধিদপ্তরের কাজের গতি আসবে।

বস্ত্র শিল্পের উন্নয়ন, সম্প্রসারণ ও বিকাশে এ পরিদপ্তটিকে অধিদপ্তরে রূপান্তর করা হয়। এতে পোষাক কর্তৃপক্ষের কাজ দ্রুত হবে, দক্ষ জনবল তৈরীর কাজ বৃদ্ধি পাবে। 

বস্ত্র ও পাট মন্ত্রণালতথ্য ও জনসংযোগ কর্মকর্তা সৈকত চন্দ্র হালদার এগ্রিকেয়ার২৪.কম কে এসব তথ্য নিশ্চিত করেছেন।