নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: করোনা সংক্রমণের পরিস্থিতি বিবেচনা করে মন্ত্রীপরিষদ কর্তৃক বিধি-নিষেধের সময়সীমা পূর্ব ধারাবাহিকতায় বর্ধিতকরণের প্রেক্ষিতে আগামী ৩০ মে পর্যন্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসমূহ বন্ধ ঘোষণা করা হয়েছে।

গতকাল রোববার (২৩ মে ২০২১) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ ছাইফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি মারফত আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের জরুরী কার্য সম্পাদনের জন্য অত্র বিশ্ববিদ্যালয়ের খামার ব্যবস্থাপনা শাখা, ডেইরি ফার্ম, পোল্ট্রি ফার্ম, কৃষিতত্ত্ব খামার গবেষণাগার, উদ্যানতত্ত্ব খামার, পরিকল্পনা শাখা, ফিশ ফার্ম, কৃত্রিম প্রজনন কেন্দ্র, গ্যারেজ এন্ড ওয়ার্ক শপ, ভেটেরিনারি টিচিং হাসপাতাল, ওয়েদার ইয়ার্ড, পাও্যার হাউজ, পানি সরবরাহ এবং যন্ত্র সংরক্ষণ শাখা, হেলথ কেয়ার সেন্টার, স্বাস্থ্য প্রতিষেধক শাখা এবং আইসিটি সেলের কাজ যথারীতি চালু থাকবে।

এগ্রিকেয়ার/এমএইচ