এগ্রিকেয়ার২৪.কম ডেস্ক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস) প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ২০৬৪ টি গবেষণা প্রকল্প সফলভাবে সম্পন্ন হয়েছে। এছাড়াও বর্তমানে ৫২৬টি গবেষণা প্রকল্প চলমান রয়েছে।

১৯৮৪ সালের ৩০ শে আগস্ট প্রতিষ্ঠার পর হতে বাউরেসের হাত ধরে বাকৃবিতে এসব গবেষণা প্রকল্প আলোর মুখ দেখে।

বৃহস্পতিবার (১৫ মার্চ) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এর সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন হলে দুদিনব্যাপী বাকৃবি রিসার্চ সিস্টেমের (বাউরেস) ২০১৬-১৭ বর্ষের গবেষণা অগ্রগতি বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরা হয়।

এতে বাউরেসের পরিচালক অধ্যাপক ড. এমএএম ইয়াহিয়া খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়টির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলী আকবর।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এইচএম মোস্তাফিজুর রহমান, বাকৃবি এর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. জসিমউদ্দীন খান, বিএআরসি এর নির্বাহী চেয়ারম্যান ড. মো. কবির ইকরামুল হক, ইউনিভার্সিটি অব ওয়েস্ট্রান অস্ট্রেলিয়া এর প্রফেসর ড. উইলিয়াম ইরাসকিন,কান্ট্রি ডিরেক্ট্রর ওয়ার্ল্ড ফিশ সেন্টার ড.ম্যালকম ডব্লিও ডিকসন এবং মিল্কভিটা এর ব্যাস্থাপনা পরিচালক ড. মোঃ আতাহার আলী।

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন বাউরেস এর সহযোগী পরিচালক প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিনসহ শিক্ষক-গবেষক ও অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে, এইচ ইনডেক্স ওপর ভিত্তি করে সেরা ৫ জন গবেষককে সম্মাননা পুরষ্কার দেওয়া হয়।

বাকৃবি জনসংযোগ ও প্রকাশনা দফতর পরিচালক ড. আমিনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।