নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ এবং বিতরণ প্রকল্পের আওতায় আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: বাকৃবিতে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নীতকরণে কর্মশালা

ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শুক্রবার (০৬ নভেম্বর ২০২০) সকালে কৃষি অনুষদের ডীন অফিস কনফারেন্স হল কক্ষে এ কর্মশালা অনুষ্টিত হয়। প্রকল্প পরিচালক কৃষিবিদ মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে কর্মশালায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোঃ আসাদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক (বালাইনাশক প্রশাসন) ডিএই মোঃ আব্দুল মাজেদ এবং ময়মনসিংহ কৃষি অঞ্চলের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো: রেজাউল করিম।

আরও পড়ুন: জামালপুরে বীজ উৎপাদনে আধুনিক প্রযুক্তির ওপর প্রশিক্ষণ 

এছাড়া কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আমিনুল ইসলাম, নেত্রকোণা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ হাবিবুর রহমান, শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোহিত কুমার দে। এতে জেলা এবং উপজেলায় কর্মরত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বীজ প্রত্যয়ন এজেন্সী, এটিআই এবং গবেষণা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক কর্মকর্তা অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রকল্পের আওতায় চলমান বিভিন্ন কর্মকান্ড উপস্থাপনা করেন উপ-প্রকল্প পরিচালক জনাব মোহাম্মদ আলী জিন্নাহ।

সারাদেশে বাস্তবায়নাধীন এ প্রকল্পের মাধ্যমে কৃষকদের নিকটে আধুনিক জাতের উন্নতমানের বীজ সহজলভ্য হবে এবং কৃষক বীজ ব্যবসায়ী উদ্যোক্তা তৈরী হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এগ্রিকেয়ার / এমবি