কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু, এগ্রিকেয়ার২৪.কম: আসন্ন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) নির্বাচন ২০১৯-২০২০ এর মতবিনিময় সভা ও ছালেহ-মোয়াজ্জেম প্যানেল পরিচিতি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২০ নভেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ এর সভাপতি কৃষিবিদ ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি ও বগুড়া-১ আসনের এমপি কৃষিবিদ আবদুল মান্নান এর নেতৃত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ সাবেক মহাসচিব কৃষিবিদ আবদুল মান্নান এম.পি।

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এর নির্বাচন ২০১৯-২০ ময়মনসিংহ বিভাগীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এবং সদস্য-সচিব প্রফেসর ড. সুবাস চন্দ্র দাসের পরিচালনায় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসাবে বক্তব্য রাখেন বাকৃবির ভাইস-চ্যান্সেরর প্রফেসর ড. মোঃ আলী আকবর। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বাকৃবি অ্যালামনাই এসোসিয়েশন এর কার্যকরি সাধারণ সম্পাদক কৃষিবিদ বদিউজ্জামান বাদশা।

বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ জসিমউদ্দীন খান, বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড.এ,এস মাহফুজুল বারি ,প্রফেসর ড. মঞ্জুরুল আলম চম্পক, প্রফেসর ড.একেএম জাকির হোসেন, সভাপতি প্রার্থী কৃষিবিদ ছালেহ আহম্মদ, মহাসচিব প্রার্থী কৃষিবিদ মোয়াজ্জেম হোসেন, বাকৃবি অফিসার পরিষদ সাধারণ সম্পাদক কৃষিবিদ মাহাবুবুর রহমান আলমগীর , বাকৃবি ছাত্রলীগের সভাপতি কৃষিবিদ সবুজ কাজী, সাধারণ সম্পাদক কৃষিবিদ মিয়া মোহাম্মদ রুবেলসহ প্রমুখ।

প্রধান বক্তা আবদুল মান্নান এমপিসহ সকল বক্তা কৃষিবিদের মর্যাদা রক্ষায় এবং সর্বজনিন কৃষিবিদ ইনস্টিটিউশন গড়ার লক্ষ্যে ছালেহ-মোয়াজ্জম প্যানেলের বিজয় লাভে স্ব স্ব অবস্থান থেকে আন্তরিকতার সাথে সকলকে কাজ করার আহ্বান জানান।