এগ্রিকেয়ার২৪.কম ডেস্ক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) তৃতীয় শ্রেণীভূক্ত কর্মচারিদের ‘প্রশাসন ও অফিস ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। সোমবার (১২ মার্চ) দুই সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান জিটিআই মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন প্রশিক্ষনের কোন বিকল্প নাই। প্রশাসনের স্বার্থকতা নির্ভর করে কর্মচারিদের দক্ষতার ওপর।

পেশাগত দক্ষতা অর্জনের লক্ষ্যে প্রাপ্ত প্রশিক্ষণ বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। জিটিআই এর পরিচালক প্রফেসর এ.কে.এম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ মোঃ রাকিব উদ্দিন।

অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন জিটিআই এর সহকারী প্রফেসর ড. বেনতুল মাওয়া। বাকৃবি’র জনসংযোগ ও প্রকাশনা দফতর পরিচালক ড. আমিনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।