ক্যাম্পাস ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান মঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২১ জুলাই) দিবাগত রাত ১১টা ৫০ মিনিটের দিকে এ আগুনের সূত্রপাত হয় বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, এ আগুন নিয়ন্ত্রণে ৬টি ইউনিট কাজ করছে। মঞ্চসহ আশপাশের সবকিছু পুড়ে গেছে। স্থানীয় ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সংশ্লিষ্টরা জানান, রাত ১১টা ৫০ মিনিটের দিকে প্যান্ডেলে আকস্মিকভাবে আগুন লাগে। এ প্যান্ডেলে ৫ হাজার মানুষের বসার ব্যবস্থা করা হয়েছিল। প্যান্ডেলের ভেতরে থাকা চেয়ার-টেবিল, এলইডি স্ক্রিন বক্সসহ অন্যান্য  আসবাবপত্র পুড়ে গেছে। তবে কেউ আহত হওয়ার খবর এখনো পাওয়া যায় নি।

ওই অনুষ্ঠানে আজ রোববার (২২ জুলাই) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪ হাজার ৩শ’ত গ্রাজুয়েট ও তাদের পরিবারের সদস্যদের এবারের বর্ষপূর্তির অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা।