নিজস্ব প্রতিবেদক, বাগমারা: রাজশাহীর বাগমারায় দরিদ্র, ক্ষুদ্র ও প্রান্তিক গরু পালনকারীদের মাঝে গো-খাদ্য (ফিড) বিতরণ করা হয়েছে। বুধবার (৬ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে গো-খাদ্য বিতরণের উদ্বোধন করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে ৭ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে উপজেলার ৩০০ জন গরু পালনকারীদের মাঝে এই গো-খাদ্য বিতরণ করা হয়।

প্রতি জন গরু পালনকারীকে দেয়া হয়েছে ২৫ কেজি রেডি ফিড, ২৫ কেজি গমের ভূসি এবং ৫ কেজি খৈল। গো-খাদ্য বিতরণের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, পল্লী উন্নয়ন কর্মকর্তা আঞ্জুমান আরা, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কামরুজ্জামান প্রমুখ।

এগ্রিকেয়ার/এমএইচ