বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের সুলতানপুর গ্রামের হাফিজুর রহমান নামের এক কৃষক লকডাউনে শ্রমিক ও অর্থ সংকটের কারণে জমির পাকা ধান কাটতে পারছিলনা। জমিতে ধান পেকে নষ্ট হওয়ার উপক্রম।

বিষয়টি জেলা ছাত্রলীগের নেতা শাকিবুল ইসলাম রানার নজরে আসে। তারপর ১২ জন ছাত্রলীগের নেতাকর্মী একত্রিত হয়ে রোববার (২৫ এপ্রিল) সকালে কৃষক হাফিজুর রহমানের দেড় বিঘা জমির ধান কেটে বাড়িতে তুলে দেন।

এ বিষয়ে কৃষক হাফিজুর রহমান বলেন, লকডাউনে শ্রমিক সংকটের কারণে পাকা ধান কাটতে পারছিলাম না। এ সময় ছাত্রলীগের ছেলেরা ধান কেটে দেয়ায় তাদের ধন্যবাদ জানাচ্ছি।

ছাত্রলীগ নেতা শাকিবুল ইসলাম রানা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির সহযোগিতায় এই দুর্যোগের মধ্যে একজন অন্তন্ত কৃষকের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য লাগছে।

এগ্রিকেয়ার/এমএইচ