মৎস্য ডেস্ক,  এগ্রিকেয়ার২৪.কম: মৎস্য সপ্তাহ ২০১৮ উপলক্ষে মৎস্য চাষ, বিপণনসহ বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৮ জুলাই) হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা মৎস্য অফিস কর্তৃক আয়োজিত এ সভায় মৎস্য চাষি, মৎস্য জীবি, মৎস্য উপকরণ ব্যবসায়ী ও অন্যান্য অংশীজন, মিডিয়া ব্যক্তিরা অংশ নেন।

বানিয়াচং সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মাদ মামুনুর রশীদ এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন খন্দকার, সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহম্মেদসহ অন্যান্য কর্মকর্তারা।

সভায় দেশের মৎস্য চাষের নানা দিক উল্লেখ করে কীভাবে মৎস্য খাতকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সেসব বিষয়ে বক্তারা তাদের মূল্যবান মত প্রকাশ করেন। শুরুতে লিখিত বক্তব্যে দেশের মৎস্য খাতের বিভিন্ন বিষয় তুলে ধরেন সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মাদ মামুনুর রশীদ। এসময় তিনি মৎস্য সপ্তাহের উদযাপনের উপকারীতা ও প্রযোজনীয়তা তুলে ধরেন উপস্থিতিদের মাঝে।

চলতি বছরের জাতীয় মৎস্যসপ্তাহ উপলক্ষে ১৮ ‍জুলাই হতে ২৩ জুলাই পর্যন্ত বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। তবে এর সমপনী হবে ২৮ জুলাই। ‘স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগান নিয়ে এবারের মৎস্য সপ্তাহ পালন হচ্ছে।