মৎস্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও চারটি কাঁথাজাল জব্দ করা হয়। জালসমূহ সবার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আজ শুক্রবার (২০ জুলাই) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় বানিয়াচং এর উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি, বানিয়াচং) সাব্বির আহম্মেদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রত্না বাজার নৌকাঘাট হতে এবং তৎসংলগ্ন হাওয়রসমূহে প্রোটেকশন অ্যান্ড কনসারভেশন অফ ফিশ এ্যাক্ট ১৯৫০ অনুযায়ী এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্টে ম্যাজিস্ট্রেট এর পরিচালনায় ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও চারটি কাঁথাজাল জব্দ করা হয়। জালসমূহ সবার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

মোবাইল কোর্ট এর সার্বিক তত্ত্বাধানে থাকা বানিয়াচং উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশীদ এসব তথ্য এগ্রিকেয়ার২৪.কম কে নিশ্চিত করেছেন।