আবহাওয়া ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: আজ বুধবার (১৮ নভেম্বর ২০২০) সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে আজকে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আরও পড়ুন: বুধবার (১৮ নভেম্বর) সারা দিনের আবহওয়ার পূর্বাভাস

পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশের দিন এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন: আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস

এদিকে ঢাকায় বাতাসের গতি ছিলো উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে ঘণ্টায় ০৬ থেকে ১২ কি.মি।  এছাড়া আজ সকাল  ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৬১ %। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৬ টা ১৬ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ০৫টা ১২ মিনিটে। আগামী দুদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। তার পরের পাঁচ দিনে রাতের তাপমাত্রা ক্রমশ কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বাড়তে পারে রাতের তাপমাত্রা শিরোনামে সংবাদের তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েব সাইট থেকে সংগ্রহ করা হয়েছে।

এগ্রিকেয়ার / এমবি