পোল্ট্রি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: লেয়ার মুরগি পালনের উদ্যেশ্য ডিমের উৎপাদন। খাবারের কারণে লেয়ার মুরগির ডিম বাড়া-কমা হয়। তাই বাড়িতেই উত্তম মানের খাবার তৈরি করেন অনেক খামারি। তাই জেনে নিন বাড়িতে লেয়ার মুরগির খাবার তৈরি করবেন যেভাবে।

আমাদের দেশে অবশ্য বিভিন্ন কোম্পানি তাদের নিজেদের ফর্মূলা অনুযায়ী খাবার তৈরী করে থাকে। এক্ষেত্রে তারা মূল লক্ষ রাখে এনার্জি লেভেল ও প্রোটিন মানের ঊপর। লেয়ার মুরগীর ক্ষেত্রে নিউট্রিশন চাহিদা অনুযায়ী খাদ্য সরবরাহ করা খুব জরুরী। অন্যথায় খামারে বৃহৎ ক্ষতির সম্মুক্ষীণ হতে হয়।

আরোও পড়তে পারেন: জেনে নিন ব্রয়লার মুরগিতে দ্বিগুণ লাভ করার কয়েকটি কৌশল

লেয়ার মুরগির খাবার তৈরির তালিকা

লেয়ার মুরগির জন্য সাধারনত ৫ প্রকার খাবার সরবরাহ করা হয়। নিচে এর একটি আদর্শ ফর্মুলা দেয়া হলো।

খাদ্য উপাদানস্টার্টারগ্রোয়ারপ্রিলেয়ারলেয়ার ১লেয়ার ২
ভূট্টা৫২ কেজি৫৩.৫ কেজি৫৪.৫ কেজি৫৫ কেজি৫৬ কেজি
সয়াবিন মিল২৬ কেজি২৫ কেজি২২.৫ কেজি২৩ কেজি২২ কেজি
রাইচ পালিশ১০ কেজি১০ কেজি১২ কেজি৮ কেজি৭.৫ কেজি
প্রোটিন ৬০%৭ কেজি৬ কেজি৫ কেজি৪ কেজি৩ কেজি
লাইমস্টোন / ঝিনুক চূর্ণ২ কেজি২.৫ কেজি৩ কেজি৮ কেজি১০ কেজি
লবণ৩০০ গ্রাম২৮০ গ্রাম২৫০ গ্রাম২৮০ গ্রাম২৮০ গ্রাম
ডিসিপি৩০০ গ্রাম৩০০ গ্রাম২৫০ গ্রাম৫০০ গ্রাম৫০০ গ্রাম
*সালমোনেলা কিলার৩০০ গ্রাম২৫০ গ্রাম২৫০ গ্রাম৩০০ গ্রাম৩২০ গ্রাম
*প্রিমিক্স২০০ গ্রাম২৫০ গ্রাম২০০ গ্রাম৩০০ গ্রাম৩০০ গ্রাম
ডিএল- মিথিওনিন১৫০ গ্রাম১৩৫ গ্রাম১২০ গ্রাম১৩০ গ্রাম১২৫ গ্রাম
এল-লাইসিন১০০ গ্রাম৯০ গ্রাম৭০ গ্রাম৮০ গ্রাম৬০ গ্রাম
কোলিন ক্লোরাইড৬০ গ্রাম৫০ গ্রাম৪০ গ্রাম৫০ গ্রাম৫০ গ্রাম
*টক্সিন বাইন্ডার১২৫ গ্রাম১৩৫ গ্রাম১৫০ গ্রাম১৫০ গ্রাম১৫০ গ্রাম
সোডা৫০ গ্রাম৭৫ গ্রাম
*সয়াবিন তেল২০০ গ্রাম১৫০ গ্রাম১০০ গ্রাম
মোটঃ১০০ কেজি১০০ কেজি১০০ কেজি১০০ কেজি১০০ কেজি

বিশেষ নোটঃ উল্লেখিত তালিকাতে সয়াবিন তেল ওজন ধরা হয়নি। এবং টক্সিন বাইন্ডার, সালমোনেলা কিলার, ভিটামিন-মিনারেলস প্রিমিক্স প্রয়োজন অনুযায়ী স্ব-স্ব কোম্পানীর নির্দেশনা মোতাবেক ব্যবহার করতে হবে।

ফিড এডিটিভস সমূহঃ

উপাদানস্টার্টারগ্রোয়ারপ্রিলেয়ারলেয়ার ১লেয়ার ২
এনজাইম৬০ গ্রাম৫০ গ্রাম৮০ গ্রাম৭৫ গ্রাম
প্রোবায়োটিক৬০ গ্রাম৫০ গ্রাম৪৫ গ্রাম৪৫ গ্রাম৪৫ গ্রাম
ককসিডিওস্ট্যাট৩০ গ্রাম৩৫ গ্রাম
ফাইটেজ০.৭৫ গ্রাম০.৭৫ গ্রাম
থিওনিন৬০ গ্রাম৫০ গ্রাম৩৫ গ্রাম৪৫ গ্রাম৪০গ্রাম

বিশেষ নোটঃ খামারের মুরগির স্বাস্থ, উৎপাদন, খাদ্য উপাদানের গুণগত মান ও আবহাওয়ার তারতম্যের কারণে এ খাদ্য তালিকাটিতে পরিবর্তন করা যেতে পারে।

উল্লেখ্য যে, খাদ্য তালিকায় উল্লেখিত ফিড এডিটিভস সমূহে প্রয়োজন অনুযায়ী স্ব-স্ব কোম্পানীর নির্দেশনা মোতাবেক ব্যবহার করতে হবে অথবা অভিজ্ঞ ভেটেরিনারিয়ান কর্তৃক পরিবর্ধন বা পরিমার্জন করা যেতে পারে।

 

এগ্রিকেয়ার/এমএইচ