বিএডিসি’র উপসহকারী প্রকৌশলী পদে

রাজধানীর চারটি কেন্দ্রে ওই দিন বেলা আড়াইটা থেকে বিকেল চারটা পর্যন্ত এ পরীক্ষা নেওয়া হবে। কেন্দ্রগুলো হলো সরকারি তিতুমীর কলেজ, আইপিএস স্কুল অ্যান্ড কলেজ, মহাখালী মডেল হাইস্কুল ও বাড্ডা আলাতুন্নেসা উচ্চমাধ্যমিক বিদ্যালয়।

প্রার্থীদের অনলাইনে প্রবেশপত্র সংগ্রহ করে সংশ্লিষ্ট কেন্দ্রে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। বিএডিসির ওয়েবসাইটে পরীক্ষাসংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে।

১০৫ জনকে নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)। ০৪ টি পদে আগ্রহীরা আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বিএডিসি

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)

চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যে কোনো স্থান

বয়স: ২৫ নভেম্বর ২০২১ তারিখে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর

আবেদনের নিয়ম: আগ্রহীরা badc.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ৫০০ টাকা ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ২০ ডিসেম্বর ২০২১ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের বিবরণ
jagonews24

এগ্রিকেয়ার/এমএইচ