বিএলআরআই’এ নাগরিক সেবায় উদ্ভাবন

ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: বাংলাদেশ প্রাণি গবেষণা ইনস্টিটিউট- বিএলআরআই’এ নাগরিক সেবায় উদ্ভাবন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুদিনব্যাপী এ কর্মশালায় ৩০ জন বিজ্ঞানী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।

গত ৩০ ও ৩১ মার্চ (শনি ও রোববার) প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বিএলআরআই’এ নাগরিক সেবায় উদ্ভাবন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে নাগরিক সেবায় উদ্ভাবন বিষয়ে নানা দিক নির্দেশনা নিয়ে প্রশিক্ষণ দেয়া হয়।

কর্মশালার সমাপনী অধীবেশনে ইনস্টিটিউটের সম্মানিত মহাপরিচালক ড. নাথু রাম সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালা শেষে তিনি প্রশিক্ষণার্থীদেরকে সনদ প্রদান করেন।

প্রতিটি বিজ্ঞানী ও কর্মকর্তাদের নাগরিক সেবা নিশ্চিতের আহ্বান জানিয়ে ড. নাথু রাম সরকার বলেন, নাগারিকদের সেবার মান উন্নত আরও উন্নত করতে হবে। ছবি ও তথ্য বিএলআরআই’এর ফেসবুক পেজ। আরও পড়ুন: বিএলআরআই’তে শুদ্ধাচার পুরষ্কার বিতরণ