ডেস্ক প্রতিবেদন, এগ্রিকেয়ার২৪.কম: মহান বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় বাংলাদেশ প্রাণি গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এ আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (১৬ ডিসেম্বর) বিএলআরআই এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানের শুরুতে স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের প্রতি সম্মান জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের সচিব মোঃ রইছউল আলম মন্ডল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএলআরআই এর মহাপরিচালক ড. নাথু রাম সরকার। অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির সমৃদ্ধির জন্য দোয়া করা হয়।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বিএলআরআই মসজিদের ইমাম মাহমুদুল হাসান, বিএলআরআই এর সকল পর্যায়ের কর্মকর্তা , কর্মচারী ও তাদের পোষ্যগণ অনুষ্ঠানে উপস্থিত থেকে দোয়া ও আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহন করেন। সূত্র: ছবি ও তথ্য-বিএলআরআই ফেসবুক পেজ।