প্রাণি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: বাংলাদেশ প্রাণি গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এর ই-সার্ভিস রোডম্যাপ উপস্থাপন করা হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আয়োজিত ২ দিন ব্যাপী (৭-৮ আগস্ট) ডিজিটাল সার্ভিস বাস্তবায়ন রোডম্যাপ ২০২১ প্রস্তুতি ও পরিকল্পনার শেষ দিনে বিএলআরআই এর ই-সার্ভিস রোডম্যাপ উপস্থাপন করা হয়।

                                                     উপস্থাপান করেন ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. নাথু রাম সরকার।

এ উপলক্ষে সমাপনি দিনে উপস্থিত ছিলেন এন এম জিয়াউল আলম, সচিব (সমন্বয় ও সংস্কার) মন্ত্রিপরিষদ বিভাগ, মো: রইছউল আলম মন্ডল, সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয় এবং মন্ত্রণালয়ের অধিন দফতর সমূহের প্রধানসহ অন্যান্য কর্মকর্তারা।

                    ছবি ও তথ্য: বিএলআরআই ফেসবুক পেজ।