এগ্রিকেয়ার২৪.কম প্রাণি ডেস্ক: বাংলাদেশ প্রাণি গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) প্রস্তাবিত নতুন ০৩ টি প্রকল্পের বিষয়বিস্তুর ওপর একটিট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

প্রকল্পটি তিনটি হলো ১. হাওর অঞ্চলে বিদ্যমান হাঁসের কৌলিক মান ও পালন ব্যবস্থাপনার উন্নয়ন প্রকল্প ২. টেকসই প্রাণিসম্পদ পালনে সমন্বিত প্রাণিজ বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প ও ৩. পার্বত্য অঞ্চলে বিদ্যমান গয়ালের সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প।

এসব প্রকল্পের ডিপিপির বিষয়বস্তুর ওপর অনুষ্ঠিত ইনহাউস ওয়ার্কশপে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নাথু রাম সরকার। সম্প্রতি এ কর্মশালা অনুষ্ঠিত হয় ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে। ছবি ও তথ্য বিএলআরআই এর ফেসবুক পেজ থেকে নেয়া।