প্রাণি ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: ইরান দেশের প্রতিনিধিরা বাংলাদেশ প্রানিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এর সাথে যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য আগ্রহ প্রকাশ করেছেন।

ইরানের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল গত ২৯ জুলাই বিএলআরআই পরিদর্শন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতবিনিময়ের সময়ে এ আগ্রহ প্রকাশ করেছেন তারা।

বিএলআরআই এর প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নাথু রাম সরকার সভাপতিত্ব করেন।

এসময় ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও প্রকল্প পরিচালক উপস্থিত ছিলেন। ছবি ও তথ্য: বিএলআরআই ফেসবুক পেজ।