গোলাম মর্তুজা সেলিম, সিকৃবি প্রতিনিধি, এগ্রিকেয়ার২৪.কম: বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের বেশি বেশি গবেষণার কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যাঞ্চেলর (ভিসি) অধ্যাপক ড. মতিয়ার রহমান হাওলাদার।

তিনি বলেছেন, গবেষণার মাধ্যমে একটি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা দেশকে ও নিজ প্রতিষ্ঠানকে উচু স্থানে নিয়ে যেতে পারে।

সিকৃবি’র কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রোববার (৩ মার্চ) সকাল ১১.৩০ মিনিটে নবনির্মিত কৃষি অর্থনীতি অনুষদের সামনে থেকে ফিতা কেটে শোভাযাত্রার উদ্বোধন করেন তিনি।

শোভাযাত্রাটি নবনির্মিত কৃষি অর্থনীতি অনুষদ থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের ১ম গেইট হয়ে গোটা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিন করে। এসময় উপস্থিত ছিলেন কৃষি  অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. জসিম উদ্দিন আহমদসহ অনুষদের শিক্ষক শিক্ষিকা, ছাত্র সমিতির নেতৃবৃন্দ ও অনুষদের সকল ছাত্র ছাত্রী।

শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষদের ডিন ড. জসিম উদ্দীন আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভিসি ড. মতিয়ার রহমান হাওলাদার।

এসময় আর উপস্থিত ছিলেন কৃষি অর্থনীতি অনুষদের শিক্ষক অধ্যাপক ড. শাহ জাহান মজুমদার, অধ্যাপক ড. রোমেজা খানম, ড. মিটু চৌধুরী, ড. জীবন কৃষ্ণ সাহা, জিতেন রায় ও তন্ময় কুমার জয়।

সভা শেষে ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটেন প্রধান অতিথি, কৃষি  অর্থনীতি অনুষদের ডিন সহ অনুষদের শিক্ষক -শিক্ষিকা সহ অনুষদের ছাত্রনেতৃবৃন্দ।

উল্লেখ্য ২০১০ সালের ৩ ই মার্চ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে চর্তুর্থ (৪র্থ) অনুষদ হিসেবে যাত্রা শুরু করে কৃষি  অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ। ইতিমধ্যে এ অনুষদ থেকে ছয়টি ব্যাচ গ্রাজুয়েশন সম্পন্ন করে বের হয়েছে।