আন্তর্জাতিক কৃষি ডেস্ক, এ্গ্রিকেয়ার২৪.কম: চলতি মৌসুমে (২০১৮-১৯) বিশ্বব্যাপী ভুট্রা উৎপাদনের প্রবৃদ্ধির লক্ষণ পাওয়া গেছে।

এ মৌসুমে ১০৫ কোটি ২০ লাখ টন ভুট্টা উৎপাদন হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে লন্ডনভিত্তিক ইন্টারন্যাশনাল গ্রেইন কাউন্সিল (আইজিসি)। যা গত মৌসুমের তুলনায় ৯০ লাখ টন বেশি।

প্রতিষ্ঠানটির তথ্যে উল্লেখ করা হয়েছে, ২০১৭-১৮ মৌসুমে বিশ্বব্যাপী ১০৪ কোটি ৩০ লাখ টন ভুট্টা উৎপাদন হয়েছিল। একই সঙ্গে ২০১৮-১৯ মৌসুমে কৃষিপণ্যটির বৈশ্বিক ব্যবহার আগের মৌসুমের তুলনায় ১ কোটি ৯০ লাখ টন বেড়ে ১০৯ কোটি ৬০ লাখ টনে দাঁড়াতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আইজিসি।

ফলে এ মৌসুমে কৃষিপণ্যটির বৈশ্বিক উৎপাদন ও ব্যবহারে বিদ্যমান ঘাটতি আগের তুলনায় আরো বাড়তে পারে। সূত্র: বণিক বার্তা।