শীর্ষ চাল আমদানিকারক হতে

অর্থ-বাণিজ্য ডেস্ক, এগ্রিকেয়ার২৪.কম: ফিলিপাইন আবারো বিশ্বের শীর্ষ চাল আমদানিকারক দেশে পরিণত হবে বলে পূর্বাভাস দিয়েছে মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস (এফএএস)।

সম্প্রতি একটি প্রতিবেদনে বলেছে, চলতি বছর শেষে ফিলিপাইনের চাল আমদানি বেড়ে ২৬ লাখ টনে পৌঁছার পূর্বাভাস মিলেছে। এতে ফিলিপাইনের চাল আমদানি পূর্বাভাস বাড়ানো হয়েছে। আগে সংস্থাটি ২৩ লাখ টন চাল আমদানির পূর্বাভাস দিয়েছিল। তবে সম্প্রতি এ পূর্বাভাস বাড়িয়ে ২৬ লাখ টনে উন্নীত করা হয়েছে। সবচেয়ে বেশি চাল আসছে ভিয়েতনাম থেকে।

এফএএস জানায়, চলতি বছর আমদানিনির্ভরতা কমিয়ে আনতে নানা উদ্যোগ নিয়েছিল ফিলিপাইন। এ কারণে আমদানির পরিমাণও কিছুটা কমে এসেছিল। কিন্তু বছরের তৃতীয় প্রান্তিকে উৎপাদন ঘাটতি দেখা দেয়ায় সরবরাহ কমে যায়। অন্যদিনে কভিড-১৯ জনিত বিধিনিষেধ শিথিল হওয়ায় দেশটিতে চালের ভোক্তা চাহিদায় উল্লম্ফন দেখা দিয়েছে।

শক্তিশালী চাহিদা থাকা সত্ত্বেও পর্যাপ্ত সরবরাহ না থাকায় ব্যাপক হারে চাল আমদানি করতে বাধ্য হচ্ছে ফিলিপাইন। এদিকে আমদানি বাড়তে থাকায় উৎপাদিত চালের দাম কমেছে। ফলে বিপাকে পড়েছেন দেশটির কৃষকরা। তারা উৎপাদন বৃদ্ধি ও ভালো দাম পাওয়ার জন্য সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

এগ্রিকেয়ার/এমএইচ