নিজস্ব প্রতিবেদক, এগ্রিকেয়ার২৪.কম: ১ জুন বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে দেশের খামারিরা বিনামূল্যে গরীবদের মাঝে খামারের খাঁটি দুধ বিতরণ করবেন। পাশাপাশি তাদের বিভিন্ন দাবি তুলে ধরবেন।

দিবসটি উপলক্ষে ১ জুন শুক্রবার জাতীয় প্রেসক্লাব চত্ত্বরে সকাল ৯টা থেকে দেশের বিভিন্ন অঞ্চলের খামারিরা সমবেত হবেন। এরপর সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১ টা পর্ন্ত অবস্থান নেয়ার পাশাপাশি তাদের বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরবেন। সবশেষে দুধ বিতরণ করা হবে।

চলো চলো খামারে যাই, খাটি দুধের বিকল্প নাই স্লোগান নিয়ে বাংলাদেশ ডেইরি ফার্মারস এসোসিয়েশন এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে খামারিদের অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন এসোসিয়েশনের নেতারা। এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি শাহ এমরান এগ্রিকেয়ার২৪.কম কে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমরা ডেইরি ফার্মার্স গ্রুপে এ নিয়ে গত কয়েকদিন হলো বেশ প্রচারণাও চালাচ্ছেন খামারিরা। তারা এ গ্রুপে উল্লেখ করেছেন, ‘আমাদের সকলের চাওয়া, আমাদের সকলের দাবী দেশের স্বার্থে, খামারিদের স্বার্থে’।

প্রিয় খামারি ভাইরা, সালাম নিবেন। চলে আসুন আপনি ও আশেপাশের খামারি ভাইদের নিয়ে আগামী #১লা_জুন_রোজ_শুক্রবার সকাল ৯ ঘটিকায় বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষ্যে দুধ বিতরন এবং খামারিদের দাবী দাওয়া তুলে ধরি ঢাকাস্থ প্রেস ক্লাবের সম্মুখে শান্তিপূর্নভাবে।

আমাদের সকলের প্রচেষ্টাই আমরা একদিন সফল হবো। আমরা একত্রিত হবো আমাদের নিজেদের প্রয়োজনে, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার প্রয়োজনে এবং সর্বপরি দেশের দুগ্ধ সেক্টরকে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে। খামারিরা যেসব দাবি তুলে ধরবেন তা ছবিতে নিচে তুলে ধরা হলো।

অবস্থান প্রেস ক্লাব: সকাল ৯ টায়, ব্যানার হাতে অবস্থানঃ সকাল ৯.৩০ থেকে ১১.৩০ পর্যন্ত, দুধ বিতরনঃ ১১.৩০ থেকে ১২.০০ টা পর্যন্ত।