ফসল চাষাবাদ ও করণীয়, এগ্রিকেয়ার২৪.কম: বেগুনের কাঁঠালে পোকার আক্রমণে ফলন কমে যায়। অনেকেই এ পোকাকে চিহ্নিত করতে পারেন না। প্রতিকারও খুঁজে পান না। ফলে ‍উৎপাদনও কমে যায়।

এ পোকা দমনে নিজের অভিজ্ঞতা তুলে ধরছেন মুহাম্মদ শাহাদৎ হোসাইন সিদ্দিকী, সিনিয়র অ্যাসিসটেন্স ডিরেক্টর ন্যাশনাল এগ্রিকালচার ট্রেনিং একাডেমি, (নাটা) গাজীপুর।

বাগানে গিয়ে দেখলাম পাতায় বেগুনের কাঁঠালে পোকা বসে আছে। বেগুনের কাঁঠালে পোকার ইংরেজি নাম Epilacna beetle. বয়স্ক পোকা দেখতে অনেকটা লেডিবার্ড বিটলের মতোই। পূর্ণবয়স্ক পোকা চেনার উপায় হলো:

১. এদের গায়ের রং হালকা লাল যেখানে লেডিবার্ড বিটল ড়াঢ় লাল। ২. গায়ের উপরিভাগ সফট বা নরম। মনে হয় মখমলের আবরণ। যেখানে লেডিবার্ড এর গায়ের রং চকচক করে।

৩. গায়ের উপর স্পটগুলো বৃত্তাকার এবং সুষমভাবে সাজানো। যেখানে লেডিবার্ডের স্পটগুলো অসম ও এলোমেলোভাবে সাজানো। কখনও লেডিবার্ডের স্পট নাও থাকতে পারে।

কাঁঠালে পোকা ক্ষতিকর যেখানে লেডিবার্ড বিটল উপকারি পোকা। মা পোকা পাতার নিচের পিঠে ডিম পারে। ডিম ফুটে বাচ্চা বের হয়ে পাতা জালের মতো করে খায়। বাচ্চার গায়ে সজারুর মতো কাঁটা থাকে। অতিরিক্ত আক্রমণে পুরো গাছের পাতা জালের মতো হয়ে যায়।

আমি প্রাথমিকভাবে ডিম, বাচ্চা ও মা পোকা হাত দিয়ে ধরে মেরে ফেলি। বেশি আক্রমণের ক্ষেত্রে ক্যারাটে বা নাইট্রো স্প্রে করি।